রবিবার, ২১ জুলাই, ২০১৯

অনিন্দ্যকেতন গোস্বামী


অনিন্দ্যকেতন গোস্বামী

চাকু

আমরা যারা কবর খুঁড়ে

ভালোবাসার মহোৎসব করি, সোনালি রোদ্দুরে



তাদের চরণে প্রণতি । আর….

সন্ধের রোদ্দুরে লিখে দেবো আঁধার চমৎকার








কারণ

ইদানিং প্রশ্ন আসে কাছে,

স্পষ্টতই শুয়ে দেখি মৃতরা জেগে আছে।







সূত্র

কড়ি দিয়ে কড়ি কেনা হয়।

দম্যের থেকে দাম আনা হলে ধম্মের থেকে ধাম আমার নয়।








ফালতু জন্ম

দধিচির হাড়ে জাগে তূণ-

গোলাপের মত যজ্ঞের হাড়ে বার বার লেগে থাকে ঘুন।








পরিশুদ্ধ

মিছিলে যাবি যারা যারা,

শোন, প্রতিবাদী ভাষা আসা ভালো, রক্তে ভাসে শ্বেতকণিকারা