মৌলি বণিক
মেঘবালিকা
ছাইরঙা ঐ আকাশ জুড়ে মেঘবালিকার
খেলা
শ্রাবণ থাকে থমকে যার এলোচুলের
ফাঁকে
বৃষ্টিধারায় ভেজায় মন, জুড়ায়
ক্লান্তবেলা
মেঘবালিকা রিমঝিম গানে আদুরে ডাক
ডাকে।
পাখসাট দিয়ে ছোটে চকিতে, চঞ্চল
তার গতি
আকাশ জোড়া শিহরণ তার
স্পর্শ-বিদ্যুৎ
অপাঙ্গে ডাক দিয়ে যায় অপরূপ জ্যোতি
মেঘবালিকে মন হারানোর এই শিহরন
অদ্ভুত।
দহন দাহের নিদাঘবেলা গেছে তোমার
প্রতীক্ষায়
বিরহ কি এমনি বাজে তার সানাইয়ের
সুরে?
বিষাদ জমে জমে মরমিয়া গীতিকাব্য
জন্মায়
মেঘবালিকা সঞ্চারী ধরো, এ'হৃদয় পুড়েছে রোদ্দুরে।
প্রীতিহীন স্বভূমি
মানবিকতা আজ ক্ষয়ে যাওয়া শুকতলা
লম্পট বর্বর তাকে মাড়িয়ে হেঁটে চলে
-
দুঃখ পললে নৃতাত্ত্বিকের বৃথা
খুঁজে চলা
সুখের জীবাশ্মরা অতীতকথা কি
বলে....
আমাদের অ-সুখ আজ বইছে শিরায় শিরায়
রাজপথ গ্রাম বন্দরে বসে ব্যথার
বেসাতি
অন্ধচোখ নতুন ভোরের স্বপ্ন বেলুন
উড়ায়
ব্যথার কামড়ে আর্তনাদ করেনা
জড়-প্রজাতি।
ব্যথা কি প্রেমিকের ঠোঁট, শুষে
নেয় হাসি গান
তৃষ্ণা মনের আকাশ হাতড়ে ফিরে ছটফট
করে,
কোথায় আছে একখন্ড ভালোবাসার অনুদান?
প্রীতিহীন স্বভূমিতে আমরা একা ফিরি
মরুচরে।
ব্রেকআপ(Limerick)
পড়ন্ত রোদের আলো ছায়াতে তোমার মুখে
আল্পনা
আমার কবিতার শব্দে ছন্দে বুনি
মিলনের কল্পনা;
অস্তসূর্য বিদায়ীদের ছায়া
দীর্ঘায়িত করে
ফিকেরঙা স্মৃতি-মেদুরতা ব্রেকাপের
পরে
কবিতায় ঝরবে ছবিগুলো, আমাদের
ভবিষ্যৎ জল্পনা।
সন্ধ্যার আকাশ জুড়ে চলে অনেকগুলো
মৃত্যুর মিছিল
অনাগত মুহূর্ত, যাপিত
মুহূর্ত যারা জমেছিল তিলতিল-
দীর্ঘশ্বাস ছাড়াও আর যাকিছু থাকে
বাকী-
সে আত্মসমীক্ষা- কোথাও ছিল কি
ফাঁকি?
না, সব চমৎকার কবিতায়
আবশ্যিক নয় অন্ত্যমিল।