রবিবার, ২১ জুলাই, ২০১৯

জ‍্যোতির্ময় মুখার্জি



জ‍্যোতির্ময় মুখার্জি

ভুলে যাওয়া পার্থক‍্যে

এভাবেই আমি শ‍্যাওলার লিরিকে

জল ঘোলা করে এলাম

ভুলে যাওয়া পার্থক‍্যে প্রিয় স্নানঘর


ঝুঁকে আছো

নিবিষ্ট, অবলা চোখ


আসলে তুমি কতটা

কারণহীনতার মধ্যে হাঁটতে পারছ

তার উপরেই নির্ভর করছে রোজকার শীত ও বসন্ত


যেভাবে আমি জলের লিরিকে শ‍্যাওলা হয়ে গেলাম








গন্তব্য

আসলে প্রতিটি নদীখাতই মৃত

জল ভরে ভরে আমরা ওদের নদী বানিয়ে ফেলি


গড়িয়ে যায় ও

আমরা ভাবি, মোহনায় মিশবে বলে


কিন্তু, গন্তব্য কে কবে দেখেছে?

পথ, সে তো শুধু হেঁটে যাওয়া ভুল

এলোমেলো


ভালোবেসে বলি,

                  আমাদের ছোট নদী

                   চলে বাঁকে বাঁকে









জীবন

বিশ্বাস করুন

আমি এখনো জন্মায়নি


এইকথা শুনিয়া যারা যারা

অট্টহাস‍্যে হাসিয়া উঠিলেন

তাদের উদ্দেশ্যে একথা বলে নেওয়াই যায়


মৃত্যুতেই বোঝা যায় জন্মের দায়