রবিবার, ২১ জুলাই, ২০১৯

লক্ষ্মীকান্ত মণ্ডল


লক্ষ্মীকান্ত মণ্ডল

লব

ওড়াওড়ি করা মেঘেরা শুষে নিতে চাইছে রোদ। ধীরে ধীরে
আকাশে উড়ছে হাজার খানেক ওড়না  ; নিঃশর্ত সব জলরং  -
তাতে লেপটে আছে বুক ; নিজের বেদনাটুকু বুঝে নিতে
আমি কত যে তাকিয়েছি অন্তমিলের দিকে -
সেই কারনে গাছের মাথায় রেখারা উজ্জ্বল ; আঁকা বাঁকা ,
পরপর ভেঙে যাই - জেগে উঠি সঙ্গমের আকার নিয়ে  - 









ডুব

বৃষ্টি নামতে দেখি , ঘনিষ্ঠ হতে গিয়ে খুঁজতে থাকি স্কুলের খাতা -
নৌকা বানাবো যে - তারই হৃদয়ে বসিয়ে দেব সমস্ত পাখির ডাক ,
ভেসে আসছে জল - বসে থাকি জলের উপর -
আমি আর আকাশ - জেগে উঠি ,  
সমস্ত উচ্চতা ভিজিয়ে বাড়াতে চাই ধ্যানের জমি -
মাথার ভেজা চুল আটকে আছে চোখের তারায় ; সুবাসিত হয় শরীর 








লব

মুখের উপর আকাশের  ছাপ মুছে দিতে চায় ফোঁটাগুলো ,
সুরে সুরে ভেঙে দিতে চায় দরজা - খুলে যায় সমস্ত
হরপ্পার পাতা-  ফুটে ওঠে স্নানাগার ,
আর ওই অংশটিই আমাদের অতীত - বৃষ্টি ফোঁটায়
বিঁধে যাওয়া  শিহরণকেই ঘনিষ্ঠ করতে করতে
পুড়িয়ে ফেলি সব গুদামজাত  ক্ষরণ -
ভিজতে ভিজতে তবুও চিৎকার করছে তৃষ্ণার্ত আলজিভ ,
কেউ কি শুনতে পাচ্ছে  -