রবিবার, ২১ জুলাই, ২০১৯

শ্রাবণী সিংহ


শ্রাবণী সিংহ

মেঘসিরিজের কবিতা-১

গভীর এবং গাভী- দুটোই  গুরুগম্ভীর আওয়াজ তোলে।
যেন খিলান আড়ালে আবক্ষ প্রহরী।
অদৃশ্য থেকেই কেউ ডাকল
মেঘ
একা করুণ দলছুট শাবক হাতিটির মত
এক ঝাঁক বৃষ্টি ছিটিয়ে গেল
এও এক প্রিয় সিঞ্চনের খেলা
প্রাচীন যুদ্ধবাজদের  বর্ষণের রীতি
এ আর্দ্রতারও প্রয়োজন ছিল বড়
জলসংকটে ভুগছে ঋতু
আমলকি বনের হাহাকারে কিছুটা তো দিয়ে গেল
আদরশালীনতা
পাখিরা ঠোঁটে করে নিয়ে এল অহীরা গান।









মেঘসিরিজের কবিতা-২

রাঢ় বাংলায় ভ্যালেন্টাইন সূর্য জ্বলে,মাদক মহুয়া-আকন্দফুলে
ছেয়ে যাবে সবটা।
একদিকে উদরভরা ভন্ডামি নেতাদের ,কাঙালীপনায়
হাসে সহর্ষ মেঘ,চেরা বিদ্যুতে মেছুয়া প্রকল্প ।
বসন্ত কড়া নাড়ে  বাস্তুর সংসারে,ঘুলঘুলির রোদটা জড়সড়
প্রথম সম্মাননার পদকপ্রাপ্তির মত বুকে রেখেছে দোলকঘড়িটা।
৩ টে ৩০।
অন্তরের বেদখলি জমিনে কাশের পর এবার আকন্দ ফোটার পালা।
কারো প্রতীক্ষা মিথ্যে বলতে শেখায়।







ঝড়ের প্রতীক্ষায়

দড়িরঙা ঝাঁপিটি খুলে দিতেই শেষ অব্দি ছড়িয়ে
যায় শঙ্খের বন।

দূরত্বের সবই মেথিরঙ ,
একটি ফলসাগাছ ফলন্ত দেখলেই মনে হয়
এতটা নিষ্ঠুরতাও গ্রাস করে নি মেদিনী।
ঝিলপাখি নেচে যায় অক্ষিযুগলে
উপচে পড়া জখম  সেরেও যায়  ঘরোয়া উপচারে।

এক নিরুদ্দেশের প্রবণতা জাগিয়ে তোলা দুপুরে
ঝড়ের রোমাঞ্চকর প্রতীক্ষায় থেকে থেকে
গুলিয়ে ফেলা যায় সমস্ত ছাপরকমের নিষেধাজ্ঞা