মন্দিরা ঘোষ
সত্য
একটা পরিচ্ছেদ থেকে
আরো একটা পরিচ্ছেদ
খুলতে
খুলতে
পাল্টে যায় চোখ
যেমন গ্রীষ্ম থেকে বর্ষায়
পাল্টে যায় হাওয়া
পাল্টে যায় রোদ
পাল্টে যাও তুমি!
পড়া
আমার সূচিতে নির্ধারিত
সময়ের ধারাপাত
মুখস্ত করছি আলো আঁধার
গোধূলির রঙ
তারাফুল তুলে রাখছি
স্তনসন্ধির আকাশে
নিজেকে
সাজাবো যে
অন্ধকারে
খালি খালি হারিয়ে যাচ্ছে
চোখ
সম্পর্ক
দীর্ঘ থেকে ভেঙে পড়ে জল
ডানা থেকে পালক উড়ে যায়
মুদ্রা থেকে নাচ খুলে গেলে
ঘুঙুরেরও কান্না শোনা যায়
আশ্রয়
দিয়েছি যা
পেয়েছি তারও বেশি
অর্থ নয়
সাজ নয়
শয্যা নয়
শুধু আঙুলের বিনিময়
আলোর মত রং
মেঘের মত ঘন
আকাশের মত উদার
তোমার আশ্রয়