অনুপম দাশশর্মা
পট পাল্টালে
বদলে যাচ্ছে পৃথিবী, বদলে
যাচ্ছে আবহাওয়া পরিষদ
উষ্ণতা শিবির খুলেছে ধুলোময় পথে
পথে
শরীর থেকে উবে যাচ্ছে অফুরন্ত
প্রেম
এক ফোঁটা জলের প্রত্যাশায়।
এই সময় বুকের খাঁচায় রাখলাম অচেনা
চাতকপাখি
সে ডানা ঝাপটাল, অধরা
শব্দ তরঙ্গে উঠল ঝড়
আচমকা আকাশে জমায়েত খন্ডমেঘের
জীবন বোঝে হোঁচটের মধ্যে বাস করে
পরিত্রাণ
বৃষ্টির সকাল নেমে আসবেই টিউলিপ
গার্ডেনে।
শ্রাবণের সুখে
দৃশ্য থেকে ছিটকে ছিটকে পড়ছে
বিস্ময়
নতুন পত্রিকার মত সুগন্ধ ছড়িয়ে
পড়ছে উত্তর-দক্ষিণে
ঝরা বৃষ্টির জলময় পথে জলছবি ফুটে
উঠেছে
তুলে নিচ্ছি একে একে কবিতার রসায়ণ
এই সময় সারস এসে বসেনা দিকচক্রবালে
শোনা যায়না স্তব্ধবাকের নিশিডাক
ফুল দুলে উঠছে, গালেমুখে
বৃষ্টিরেণু মেখে নিচ্ছে
সরল গৃহবধূ
চিলেকোঠা ছাদে উঠে শিখে নিচ্ছি
বর্ষাবালার
কাঁকনসুর।
ফিরে আসে শ্রাবণে
একলা দুপুর। জানলায় ছিটকে আসছে
ঠান্ডা হাওয়া,
বাইরে মায়াময় মেঘের মিছিল।
সেই কাকভোর থেকে মিহিতান শ্রাবণের
গাছের পাতায় জলের আন্দোলন
চুপ করে মন পড়ছে নির্মোহ অরণ্যের
বাদলবন্দনা।
বাদলের আধারে ছায়া ছায়া স্মৃতিদের
ভীড়
নীরব নিঝুম বর্ষায় আশ্চর্য কুহকের
প্রবেশ
ভিজতে থাকা পাতাগুলোর সবুজপাত্রে
স্পষ্ট হচ্ছে
বিধূরবিকেলের জলময় অনন্ত উদ্ভাস।