রবিবার, ২১ জুলাই, ২০১৯

কোয়েলী ঘোষ


কোয়েলী ঘোষ

এই বৃষ্টির দিনে


আগুন ঝলসানো দিন ,বৃষ্টি আসে নি । শুধু ধুলো উড়ছে ।
করাতের চিহ্ন বুকে কঙ্কাল গাছ আকাশে বাড়িয়েছে হাত ।
ফুটি ফাটা তৃষ্ণার্ত মাটি , হাঁ মুখে চেয়েছে এক ফোঁটা জল ।
অবশেষে বৃষ্টি আসে ,অনেক দিনের পর , আশার মেঘ ।










বৃষ্টির চোখে ঘন কাজল রেখা ।বনপথ ধরে হেঁটেছিল সে একা ।
তারপর নিরুদ্দেশ , নেই দেখা । বৃষ্টি নয় ,নাম তার মনিকা ।
আকাশ ভাঙা বৃষ্টি মানে সেই এক ,বসুন্ধরার কান্না ।
কর্দমাক্ত পথে ছিন্নভিন্ন শেষ অস্তের কমলা রঙের ওড়না ।










শুনশান গ্রাম । ঘরে ঘরে বন্ধ দরজা জানলা ।
অকস্মাৎ ঘন ঘন বজ্রপাত ।
যারা চলে যায় -- আর কোনদিন ফেরে না ।
খড়ের চাল বেয়ে বৃষ্টি নামে । নীরব কান্না ।