রবিবার, ২১ জুলাই, ২০১৯

শর্মিষ্ঠা ঘোষ


শর্মিষ্ঠা ঘোষ


প্রতিটি শ্বাসের ডাক নাম যদি যুদ্ধ
তুমি কতখানি নির্বানে আছ জীবন?
কাদা ভেঙে ভেঙে জল বেশি ভালো ভাবছি
সাঁতার কাটলে তুমি কি এগিয়ে আসতে?










ভেতরে যাওয়া মানা
ভেতর জানা মানা
এইতো দিব্যি চূড়া
এইতো দিব্যি সার
উপর চালাক জলুশ
দায়হীন কারবার
ভেতরে যাওয়া মানা
মিথ্যা চমৎকার
মাখোমাখো গলে প্রেম 
এ কথারই দরবার
সন্তরণে মানা
ফোঁপরা অন্তঃসার
কলিযুগ অবতার
ভানপরায়ণ টিকে
সং এর চাওয়া মানা
পাদটীকা সংসার










তোমার দুচ্ছাই হতে রাজী
তোমার অভিমানের জাগা
আমি গায়ে পায়ের মিয়াঁও
আমায় ছড়াও কুড়োও শেষ

আমি বদনাম আর মায়া
দেখো, আঠা ছাড়াও লেগে
কাব্যি আমায় চেনে
আমি জঘন্য এক প্রলাপ

হাল্কা এদিক সেদিক উঁকি
জানি , দিনের শেষে তোমার
যত কষ্ট বেঁধাই আমি
আমি পুড়ি তোমার সাথ