সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯

আবদুস সালাম


আবদুস সালাম

প্রেম

 স্রোতের টানে নিরন্তর  ভেসে যাওয়া

অন্ধকারে র ভীড়ে নিমন্ত্রিত যুদ্ধ ক্ষেত্র
পাড় ভেঙে যায়
বিনম্র অন্ধকার হাঁতড়ে জাপটে ধরি দাঁড় ভাঙা নৌকা

বালুচর ডিঙিয়ে রাত ভোর হয়
হাবুডুবু খায় রক্ত মাখা ভোরের নিশান
চিৎকারে কেঁপে ওঠে অমোঘ বধ‍্যভূমি

বিরুদ্ধতার নিশান ঝুলছে সংসারে
সবুজ ঘাসে ঝলসে উঠেছে বিষন্ন মশাল
সময়ে অসময়ে ছূঁড়ে ফেলি চিত্তশুদ্ধির আরক

দ্বায়িত্বহীন  সেতার তোলে ঝংকার
হাততালির সংলাপে পান্ডুলিপি ভরে যায়
নিমন্ত্রিত সংসারে অনিমন্ত্রণ ঢুকে পড়ে

অসময়ের বুকে প্লাবন ঢুকে পড়ুক সমৃদ্ধির
স্নিগ্ধ সকালে পার হয়ে যাবো উৎকন্ঠার ঊপকূল
মলিন উঠোনে নেমে আসুক সূর্য
   







শীত

রোদের চাদর গায়ে বাজছে আমন্ত্রণ হীন নূপুর
মাঠে মাঠে আধপাকা ধানের শিষ
সারা মাঠ সোঁদা গন্ধে মাতোয়ারা
মাঠ  মাখছে কুয়াশার চাদর
মহল্লায় মহল্লায় নবান্নের পায়েশ আর পিঠে পুলির আমন্ত্রণ
হেমন্তের পাঠশালায় নামতা শেখায় খেজুর রস

কৌতূহলী যুবতীরা ধরে বনভোজনর গান
পূর্ণচ্ছেদ  খুঁড়ে খুঁড়ে দুর্বলতা বিপ্লবী হয়
মাঠে মাঠে পড়ে থাকে সঞ্জীবনী উত্তরাধিকার

শীতবুড়ী আসে কুয়াশার চাদর মেখে
ছেঁড়াত্রিপলের বারান্দায় মুখ থুবড়ে পড়ে
নিমন্ত্রণহীন শীত লজ্জা পায়
কাগজকুড়োনীর দল ছেঁড়া টায়ার আর
কাগজ পুড়িয়ে রক্ষা করে নিমন্ত্রণ 








অর্বাচীন
       
আলোর গ‍্যালারী জুড়ে বিতৃষ্ণা র টনিক
টান টান শুন‍্যতায় ঝুলে আছে মধু যামিনী র অনুষঙ্গ
চুঁইয়ে চুঁইয়ে নামে ভোর
বিবস্ত্র চাঁদ জুড়ে ধ্বনি ত হয় এঁটো থালার সঙ্গীত
মন্দির গাত্রে শোভা পায় যুবতীমেঘের ভাস্কর্য
নির্বোধ বিষাদ নেমে আসে মহল্লায়

অস্তিত্বের আসর জুড়ে আতঙ্কের দাবানল
চলে প্রকৃতি জুড়ে বিষাদের নিত‍্যপাঠ
প্রলয় মানচিত্র জুড়ে ছায়া ফেলেছে বিষাদ
জ‍্যোৎসনার কার্নিভালে শোভা পায় মধ্যবিত্ত  আহ্লাদ
অন্ধকার আঁকা হয় ক‍্যানভাসে
বিতর্কিত নারীর খুলে যায় পোশাক

ক‍্যানভাসের হাঁড়িতে সিদ্ধ হয় বিপন্ন অভিশাপ






   
মানচিত্র
   
অজন্তার গুহায় খুঁজি জীবনের আশ্রয়
সন্দিপন আলোয় ভেসে ওঠে জীবনের বীজ
একটা সকাল রঙের মুখ দেখার অনন্ত প্রয়াস

জীবনের ঘ্রাণ চেটে পুটে নেয় স্বপ্নীল বিশেষণ
বিষাদ বীণার তারে ঝঙ্কার তোলে নষ্ট দিনের গান
সর্বগ্রাসী  অহংকার যেন প্রেমের ফিনিক্স পাখি

দহন জুড়ে খেলা করে আইবুড়ো চৈতন্য
বিবস্ত্র চাঁদ গেয়ে ওঠে পিচ্ছিল ভাটিয়ালী
পরিবর্তনে পুড়ে মরে কলঙ্কের নৌকা

দুর্ভেদ্য জীবন এঁকে যায়
অন্তঃস্বারশূন‍্য ভৌগোলিক মানচিত্র

     






ভ্রষ্ট উৎসব

আমন্ত্রণ ডানা মেলে উড়ছে
রঙিন পাত্রে চুমু দিচ্ছে রঙিন ঠোঁট
থেকে থেকে বেজে উঠছে সঙ্গমের বাজনা

উৎসবের মহড়া চলে দিকশূন‍্য বারান্দায়
দিকে দিকে পালিত হয় কামুক কল্পাচার
উদাসীন আমন্ত্রণ লেপ্টে ধরে
স্বপ্ন মোড়কে বাঁধা পড়ে আদিম উল্লাস

শরীরীমোহে উত্তাল অলৌকিক ঘ্রাণ
নেচে ওঠে রাতের কামুক পেঁচারা
পোশাক খুলে যায়
কীটদ্রষ্ট হয় কামুক ফুল

দিকশূন‍্য বারান্দায় আঁকা হয়
আদিম উল্লাসের উৎসব চিত্র
আমন্ত্রণ ডানা মেলে উড়ে যায়
বেজে ওঠে ভ্রষ্ট স্বৈরাচারের বিলাসী সঙ্গীত