ফিরোজ
আখতার
নিরাশা'র
দেওয়াল
লাল মজ্জা'র আঠায় জমাট
বেঁধেছে
কিছু কালো পিঁপড়ে
লাল আর কালো
কালো আর লাল
পারস্পারিক ভক্ষণে সন্ধে নেমেছে
শরীরজুড়ে
ঘন হচ্ছে ক্রমশঃ নিরাশা'র দেওয়াল
ক্লীব বটঝুরি
বটগাছের ঝুরিগুলো এখন বড়ো ক্লীব
মাটি ছোঁয়না
পরস্পরের দিকে পিঠ করে শুয়ে
থাকা
স্বামী-স্ত্রী'র মতো
প্রেম
বড্ডো বাড়াবাড়ি করে ফেলছে
ছেলেটা বারবার
চাকরি তো নেই-ই
তার উপর, প্রেমে
পড়েছে আবার
আবার, আবার, বারবার
মার্বেল
চোখের জল জমাট বেঁধে
মাঝেমাঝে মার্বেল হয়
স্বচ্ছ, শীতল ও কঠিন
মুখোশ
সকালে ঘুম থেকে উঠে আঁতকে উঠলাম
কে যেন মুখোশ'টা চুরি করে
নিয়েছে
এবার থেকে
মুখোশ পরেই ঘুমোতে হবে দেখছি