সুদীপ
ব্যানার্জী
আলগা জ্বলা মোমবাতিরা
এক
জবাবি ছবিতে নিরুপমার ডাক
চাঁদ পেড়ে নিই গজবের সাধনায়
চয়নের ফাঁকে সুরত -এ -হাল বেছে
বেছে
বিধুর বিকেল কবে শোনা বিলাবল রাগ
পাথরের পাশে ছেনি আর বাটালি
ইতিহাস
খোদিত চারপাশ নেমে আয়
স্লেটে মুছেছি যুগান্তর
দুই
জবাবি ছবিতে নিরুপমার ডাক
চাঁদ পেড়ে নিই গজবের সাধনায়
চয়নের ফাঁকে সুরত -এ -হাল বেছে
বেছে
বিধুর বিকেল কবে শোনা বিলাবল রাগ
পাথরের পাশে ছেনি আর বাটালি
ইতিহাস
খোদিত চারপাশ নেমে আয়
স্লেটে মুছছি যুগান্তর
তিন
ভীষণ শীতার্ত হও অবগাহন
আমিও স্নেহচুপে টেনেটুনে
বাথরুমিগান
একঘেয়ে বিকেলের ব্যালকনি বেয়ে
প্রিয় ফুল সকালের ডিজাইন একফাঁক
বেছানো গভীরে ছাতা হতে হতে
রঙিন মেপেছে চালানি
হাতছানি জানে
এক ফুঁ সাইক্লোন ফকিরির আলো
চার
দায় নেই সেই কমন দালানের
শার্ট আর জিন্সে মর্মর পুতুল
একে একে মিশে থাকা খোলস আর
রেগুলার ছাপ
ছোট মোরামের রাস্তাজুড়ে
শিউলির সাদা সাদা সকাল কুড়োতাম
চেনা হরফের একটান গোপন রাঙালে
চিঠিরাও টুং টাং, সুরতান
এখনও খোলা মুঠো দুটি
চকচকে রাত গভীরে গড়ানোর ...
শুনশানে একবুক শ্বাস নিলে
ডিজেলের সনাতন গন্ধ
ছায়ারাও চুরি যায় আজকাল
পাঁচ
রাত উঠলে ঘোরবেলাতে আদরছিলিম
বিস্বাদ ডানা মেলে
এ ওর পানে বিগলিত খেলিয়েছে অণু
অণু
অথচ রাগ পেলেই মোচনের ছৌপাক
নাপাক শল্কে অবৈধ বারুদ
এক্সপ্লোসনের দীর্ঘ মেয়াদ
হাঁপানিতে একচোট হাসলে
করুণাময় নিধিটি রুমালে মুছো না
উড়পাকে খৈ
গ্লোবের ভেদ্যত্বক, নরম