সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯

বিমল মণ্ডল


বিমল মণ্ডল
    
স্বপ্ন ছবি
                
প্রথম তোমাকে দেখি
হাওয়ায় শাড়ির আঁচল উড়ে উড়ে ভালোবাসার গন্ধ মাখে
পৃথিবীর ভালোবাসাময়  উল্লাসে  নিশ্চলতা আনে
তোমার   মুখেরপরে চুলের রূপ দেখেছি দিনভর
কেবলই শুধু স্বপ্নের ছবি জীবনের পথ ধরে
হৃদয়ের পোড় খাওয়া ঢেউয়ের সাথে শুধু আমি।





                     


সমুদ্র পথ

সন্ধ্যায় শীতের কুয়াশা ঘেঁটে নদীর জলের পাশে
নদীর কিনারা ছেড়ে বকেরা ফেরে প্রিয়জনের উদ্দেশ্যে
তোমার চোখের খোলা বারান্দায় দীর্ঘসময় ধরে
মায়াবতী সমুদ্র দাঁড়িয়ে
মন ভেঙে যায়, হৃদয় খোঁজে না আর
আকাশ সময়ের সাথে খুলে যায় আকাশে আকাশে
তবুও  সমুদ্রের পথ বড়ো হয়পৃথিবীর সমস্ত পথের চেয়ে
যখন হারানো প্রেম মেলে কুয়াশার অঞ্চলে
সবকিছু  মিশে যায় সুবিস্তীর্ণ সমুদ্র পথে।






                                                

মায়ের গন্ধ
                      
জনমানবহীন নির্জন মাঠে
সদ্যোজাত নতুন বাড়ি
গভীর রাতে একা বিছানার উপর শুয়ে
তন্দ্রাচ্ছন্ন
বেগতিক ঘুম ভেঙে দেখি
একটা দমকা হাওয়া খেলছে
আমার বিছানার আশেপাশে
অন্ধকারে আরশিনগরে  প্রতিবিম্ব  ধীরেধীরে
বাতাসের ভেতর আস্তে আস্তে 
সোজা আমার গায়ে
মায়ের স্পর্শানুভূতি  ভেসে আসে
কতদিন পরে আবার মায়ের গন্ধ
আমার গায়ে ঢেলে দেয়।





                                


উন্মুক্ত হৃদয়

দুটো  কোমল হাত
আর
দুটো সবল পা
আর
একটি  আনন্দময় হৃদয় নিয়ে
কুয়াশাঘেরা সকালে প্রতি দিগন্তে বিলীন
সহস্রাধিক ভালোবাসা পথে    আঁকাবাঁকা
তবুও
একটা উন্মুক্ত হৃদয়ে সচেতন রাজ্যে
এক যুদ্ধের ইঙ্গিত বহন করে।



 

                    

ঘুম

আবার একটা ঘুম
ঘুমডাকা গভীর মন্থরতায়
চিরচেনা একান্ত  অঘোর ঘুম
মেঘলা আকাশের স্বচ্ছ আয়নায়  ধরা পড়ে
শেষ রাতে  বাতাসে শেষ গন্ধ উড়ে আসে
চিরন্তন ঘুমের নিদারুন সংগ্রাম
ভোররাতে নতুন সংকল্পে
শিহরণ জাগায়।