সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯

মন্দিরা ঘোষ


মন্দিরা ঘোষ

স্নানপথ


দূরত্বগুলি ভেসে আছে
ঢেউহীন চাতালে
বিস্ময়ে ডুবে আছে স্নানপথ
অনেকটা হাত বাড়িয়েও
ধরা যায় না ছায়া
স্পর্শগুলি সরে যায় দৃশ্যান্তরে
নৌকো বোঝাই  মেঘ
ভেসে ভেসে দূরের দ্বীপগুলির দিকে
মিশে যাচ্ছে ক্রমশ







২.

নীলসাদা ছায়াটি জলের ওপর
জারুল ফুলের ভার নিয়ে
ভেসে আছে নির্বিকার
ভারী শিশিরগন্ধ সকাল
হাল্কা রোদে  খুলে রাখছে জড়তা
নিবিষ্ট ঠোঁট মোলায়েম আদর
ছড়িয়ে দিচ্ছে নিজের নিভৃতে
শব্দ পড়ছে টুপ টাপ
ঝুঁকে ঝুঁকে গায়ে মাথায় চোখে
মহাস্রোতে  মিশে যাচ্ছে
জলজ অনুধ্যানগুলি
ঢেউগুলি নিয়ে উঠে আসছে
নিজের দিকে সমগ্র পূণ্যভূমি
 






৩.

সমাগমে মিশে আছে আর্তি
জলের আর্তচিৎকারগুলি
বারে বারে ফিরে আসছে তীরে
যেগুলি প্রতিদিন ভাসে স্রোতের বুকে
শুধু অভিমুখ বদল
জল ফিরিয়ে দেয় সব অর্জন
মহাপ্রসাদের আগে হাত বাড়ায়
 ক্ষিদের পৃথিবী
সার সার  ক্লিশে চোখে
অন্নভোগের স্বপ্ন






৪.

মুহূর্তের কিছু রঙ 
মহাস্রোতে কিছু শব্দের ধ্যান
পূণ্যমোহ ছেড়ে নামতে নামতে
এক অদ্ভুত  আঁধার
মৃদু আলো জ্বেলে নিয়ে যায়
আরো গভীরে
যেখানে মগ্নতার ছায়া ভিজে যায়
পূণ্যতার প্রসাদে






৫.

একটি অতিক্রমের অনুভব
ভাগ হয় উপলব্দিতে
পরিধিরেখায় সেজে ওঠে বিষয়
কেন্দ্রে আনন্দময় সহাবস্থান
প্রাপ্তি নিয়ে যায় আলোর দিকে
যেখানে শেষের বেদনা নেই
শুধু নীরবতায় আশ্চর্য অধিকার