সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯

সমীরণ চক্রবর্তী


সমীরণ চক্রবর্তী

ষড় রিপু

কাম

    তোমার কথা ভেবে চাঁদ পুষেছি ব্যালকনিতে
    আর নীলনদের নীল জোছোনায় সাজিয়েছি বিছানা,
    শাড়ি, অন্তর্বাস থেকে পাতলুন আরো সব খুঁটিনাটি
    নিজহাতে গুছিয়ে রেখেছি আটপৌরে আলনায়...
    তবে কী জানো কামিনী?
    আমাদের বিছানাটা বোধহয়
    মদনদেবের চোখেই পড়েনি...!








ক্রোধ

    পান থেকে চুন খসলেই আজকাল খুব চেঁচামেচি করি
    বিপি হাই হয়, বুক ঢিপঢিপ করে
    আধখাওয়া আপেল ফোন ছুঁড়ে মারি দেওয়ালে,
    কী আদ্ভুত কো-ইন্সিডেন্ট দেখো...
    স্মার্ট টিভিতে এখনই বিজ্ঞপিত হচ্ছে
    'ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল...'







লোভ

    লোভের গল্প কানে এলে
    আজকাল ত্রিভুজের চেনা গন্ধ পাই।
    ভাগাড়-মাংস-রেস্তোরাঁ,
প্রোমোটার- সিণ্ডিকেট-আবাসন,
নেতা-প্রতিশ্রুতি-ডুমুরফুল

    এসব লিখে শেষ হবে না
    তার চেয়ে বরং লেটেস্ট আপডেটটা অ্যাড করে নাও...

    ছাত্র-ঘুষদাদা-অপদার্থের পদার্থবিদ্যা।







মোহ

    যতটা তাড়াতাড়ি আয়না ভেঙে যায়,
    বুলডোজারের গুঁতোয় বুদ্ধমূর্তি থেকে লেলিন গুঁড়িয়ে যায়
    ততটা তাড়াতাড়ি মোহ ভাঙে না।
    ওহে আহাম্মক! ময়না ভেবে যাকে কিনে এনেছো
    তাকে দাঁড়ে বসিয়ে দানা খাওয়াও, বুলি শেখাও
    তাতে কোনও আপত্তি নেই...
    তবে ভুলেও যেন ওকে ময়নাতদন্তের নামে স্নান করাতে যেওনা।







মদ

    ডান থাবা গার্ডারে চেপে
    বাম থাবায় আঁচড় কাটে পোষ্যহুলো,
    পরখ করে নেয় রাবারের স্থিতিস্থাপকতায়
    নেংটির গন্ধ লেপটে আছে ঠিক কতখানি,
    বাকিটাতো ভরাপেটে আরো বেশি চাই...
    এদিকে তখন জমাট অন্ধকারে জ্বলে ওঠে জোড়া ক্যাটস্ আই।







মাৎসর্য

    পরশ্রীকাতরতার জ্বরে আক্রান্ত হলে
    পরস্ত্রীকে ক্যাটেরিনা মনে হয়।
    আজকাল তোমার বাড়ির ব্যালকনিতে
    সময়ে অসময়ে চোখ চলে যায়, হিংসায় বুক জ্বলে যায়
    যখন দেখি প্রায় প্রতিদিনই একটা কালো কাক
 ঠোকরাচ্ছে
    তোমার সাদা অন্তর্বাসের স্ট্র্যাপ...।