সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯

জয়ন্ত চট্টোপাধ্যায়


জয়ন্ত চট্টোপাধ্যায়

ফিরে চাই

হাত বাড়ালেই আকাশ কি ছোঁয় তোমার আঙুল?
চাঁদ এসে উঁকি দেয় তোমার উঠোনে
পৌষের পালানো বিকেল বাঁধা থাকে বাঁশবনে
খামারের বুকে?  পেঁচা ডাকে উচ্চকিত সুরেলা সপ্তক
যার কাছে তুচ্ছ হয় কোকিলেরও ডাক?

সেইসব বিকেল দীর্ঘ হাত হারানো উঠোন খামার ও গান
ফিরে চাই স্মৃতিপত্রে তালুবন্দী যন্ত্রগণকে।

বিছানার ওমে জড়ানো বিরহী শীত সঙ্গীহীন ভেজানো
শুক্লা দ্বাদশীর রাত তবু টানটান ত্বক হলুদের ক্রিম মেখে
কখন যে সূর্য গরম হয় খড়গন্ধ সকালে খেজুর তলায়
যখন মৌমাছি বুলবুল শালিকের ভিড় .......

ফিরে চাই সেইসব স্বপ্নমাখা দিন। বাড়াও হাত
আকাশের দিকে বাড়াও স্বপ্নরাঙা দীর্ঘ আঙুল .......







এ মাসের সুর

এই যে বৃষ্টিধারা ক্লান্তি ঢেকেছে
গরম দিনের স্মৃতি রিমঝিম আঁধারে বিলীন
শরীরী উল্লাস শেষে গাছেরা জারিয়ে নিচ্ছে
কাঙ্ক্ষিত যৌনতা পড়ে নিচ্ছে মেঘদূতলিপি
বার্ষিক তারুণ্য খুঁজে নিচ্ছে রস এমন আবহে মুক্ত
মরা নদী জল কোথা থেকে ঠেলে তোলে উৎস বারুদ
সব জল টেনে আনে কিছু উভচর তাদের মিলন গানে
জীবনের বেদ বংশলতিকা চায় আরও কিছু নাম
এবং একই নামে অযুত অপত্য।
চেতনার ফেরিওলা জাল গেঁথে নেয় রমণীর কাছে নেয়
মুগ্ধতা স্মৃতি। একঘেয়ে সুর তবু পরম মধুর।


     




সেই মুখ

আগে কখনও দেখিনি সেই মুখ
হঠাৎ দেখলাম।এতদিন দেখিনি কেন
কে জানে ! আসলে সাদামাঠা অজস্র মুখের ভিড়ে
দেখেও দেখা হয়নি। অথচ দেখা চির জন্মের মতন
আবিল মলিন করুণ তবু আকর্ষণীয়
বড়োই টানার মতো টানটান
মাছবাজারের চেয়ে দুর্গন্ধময় কোলাহল
আর নারকীয় নোংরা চিকিৎসাখানার
ঐতিহাসিক টেবিলে কান্নার রোলে
নাক দিয়ে নীল সাদা অজস্র ফেনা
আর ফণা তোলা প্রতিবাদ প্রিয়জনের হাহাকার
সাথে আয়ামাসির চিৎকারের ফাঁকে শেষ দেখা
সেই দেখা দিনান্তের কোলে সেই মুখ
নক্ষত্রের সমান হয়ে জ্বলে.......



 



জল

সে তো কালোচূড়ার রঙ মেখে
ডুবে গ্যাছে জলে বিরহী নদীর জল
কালো দিনের স্মৃতি
এরপর সেই রাক্ষসী নদীর অক্ষুধা
তারপর কত ঘুড়ির ছবি ফোটে তার বুকে
ছায়াতে জাগে মুখ প্রিয় মুখ
প্রেম যেন তরল হয়ে উজানি স্রোতে ভাসে
কিছু তার মেঘ বৃষ্টি পথিক চাতালে
প্রান্তিক কণাগুলি বিদায়ী পাখির টানে
উড়ে যায় অন্য জলের খোঁজে সরালের সারি.....






  
কোন পথে ছায়া 

ছায়াপথে পা রেখে চলে যায় ছায়া
মহাকাশ থেকে দেখা পৃথিবী তো নীল
সেই নীলের ভিতর ক্ষরে বিন্দুময় নীর
কার্য-কারণ সূত্র এখনো অধরা।
এক একটি জীবন জুড়ে কেবলই
চলে যাওয়া অনন্ত যাত্রায় কোন অন্তরীক্ষে
নিপুন শরসন্ধান করে আনন্দনিষাদ
রক্তক্ষরণ তার প্রমোদ বিলাস
নবীন নক্ষত্র ঝোলে দূর ছায়াপথে
শিশিক্ষু শিশুর মতো দূরবিন চোখ
চিনে নিতে চায় এক একটা তারা
বুঝে নিতে চায় কারা যে আপন
চলে গ্যাছে ঘর ছেড়ে আকাশের নীলে
পথ জুড়ে জেগে আছে আলোর শরীর
আকর্ষীসুতোয় বাঁধা আপন সম্পদ
অধিকারবোধ বলে সে শুধু আমার
আমার আমার আর শুধুই আমার।