সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯

দেবযানী বসু



দেবযানী বসু

বিদায়ের দায়  -- ক 

সৌন্দর্যের প্রতি দয়া দেখাতে দেখাতে এই গলিতে অবশেষে। বুড়ো মানুষের বুড়ো আঙুলটাই ঝান্ডা। অশ্রু বিন্দুদের চেঁচাতে বারণ করি। সর্বঘটে ঘটে সাউন্ড বক্সের প্রতাপ। মাথায় পোষা পায়রারা বিদায় নিয়েছে। শীতের শিশির লক্ষ্য করে সুরকি গুঁড়ো ঝরে। প্রতিটি বছর নরকের রকবাজি। মাতব্বর হতে গিয়ে পিছিয়ে পড়ি। কে নেবে বিদায়ের দায় জানা হল না। প্রিয় গলি মূর্ছা গিয়েছে।







বিদায়ের দায় -- খ

অসংখ্য থুতু দিয়ে ঘন করে তোলা রহস্য। অনেকেই আঙ্গুল ডোবাচ্ছে। হঠাৎ নিজের বাঁদিক ধরে ক্রমাগত হেঁটে গিয়েছি শ্যামাঙ্গিণী।বেপনাহ রাস্তার সঙ্গে বেপথু পথের ঘরবাঁধার দৃশ্য ছেড়ে বেশি দূরে যাই নি। হাডুডু হাডুডু আল্পনা আঁকা পায়ে। তাকেও ছাড়া যায় কি‌। মাতব্বরদের পা থেকে ঝরে বর। পয়ারের কাঁটাতার অঞ্চল। বিদায়ের আগে পা ঘষতেই হয়।








বিদায়ের দায় --- গ

নিত্যবৃত্ত অতীতে এতোদিন। ভূতেরা যতটুকু কাপড় পরে ততটুকু প্রেম আমাদের। প্রেম খালি ফেরারি সৈনিকের কাটা পা খুঁজে বেড়ায়। পরের জমিতে দি হাডুডু আল্পনা।  শিশির এ বছরে শিখে নেবে সুরকিবাজি। গোটা বিশ্বের শরনার্থীরা ডুবুরি হয়ে যাবে। কখনো ভেসে আসবে না মড়া আর। আমাদের আপেলের অন্দরে ঘটে যাবে পাঁচ মিনিটের ব্রেকাপ সমৃদ্ধ প্রেম। অখাদ্য শব্দের মিউজিয়াম চেয়েছি।








বিদায়ের দায় -- ঘ

পকেটের পাখিরা হাতের চাপড় খায়। জ্ঞান হারালে জাহাজে তুলে দেওয়া হবে। অনেক মানুষের কাছে পৌঁছাতে চাঁদ লাগোয়া আদুরে আকাশ ধার নিও। সারা দরজাময় ঠেলে নিয়ে বেড়িয়েছি আমার তালা। বাতাসের বিষ ভাগ করে খাওয়া ছাড়া মিত্রতা নেই শত্রুর সাথে। বুদ্বুদিক চিৎকার করি। দায়সারা দায়। পেনশন থেকে সৈকতে ফেলে আসা ঘি রঙের ছায়াপাত কেউ আলাদা করতে পারছে না। দায় শোধ করার শেষ মুহূর্ত অবধি মাছির শুঁড়ের গুরুত্ব।








বিদায়ের দায় --- ঙ

বিউটি পার্লারের মক্ষিকা মশার মতোই রক্তের বশ। মোটা অভিনয়ের চোখ ঘোরানো আর থামে না। এখানে রক্তের শর্করা না মেপে মেপে ঘোর সাধুজীবন। বাবলগামের চিবানো সহানুভূতি নিয়ে বাঁচি। ঘি ফেলে  ফেলে সিপিয়া ছায়ারা আসে যায়। হবিষ্য বাতাস শোঁকে কার্বনঘষা ফুসফুসের। বিষের ভাগ বিশজনে পায়। গোশলখানার আয়নাকে কুর্নিশ। মায়ের স্বভাবে কড়ি দেয় গতর দেয় চিয়ার লিডার হয়ে বসন্তও আনে। কেন আমি একা লিখে যাবো বিদায়ের দায়।