রূপময়
ভট্টাচার্য
শ্রাদ্ধ
প্রতি বছর মোচ্ছব হয়
১৫ই আগস্ট -
লারেলাপ্পা ,বিদেশী মদের
ফোয়ারা
মাংস- রুটি -শরীর
বছর বছর আমরা আসলে স্বদেশের
মৃত্যু উদযাপন করি
ভোট
সার্কাসের সন্তান -
অথচ খেলাটা সহজে চোখে পড়ে না,
অদৃশ্য ট্রাপিজ দেখতে না
পেয়ে আমরা বোকা বনে যাই
তারপর এদিকসেদিক তাকিয়ে হাততালি
দিয়ে বলি
"
ব্রাভো ! ব্রাভো !"
যাতে কেউ বুঝতে না পারে
আমরা সবাই
আসলে বুদ্ধু হয়ে যাচ্ছি দিনের পর
দিন
তাস
তারা জুয়াখেলা জানে ভালোই,
শাফল,
কায়দাবাজি, হাত
সাফাই
চোখের পলকে হয়কে নয় করে
নয় ' কে করে ছয়
-
আর পাঁচ বছর অন্তর এসে কিনে নিয়ে যায়
আমাদের গণতন্ত্র
পরিবর্তন নাকি আচ্ছে দিন?
আহা,
আজ সে তর্ক থাক বরং -
আসুন, সবাই
প্রতিদিন পাঁচ মিনিট আয়নার সামনে এসে দাঁড়াই
গৃহযুদ্ধ
আপনি শান্তিকামী ?
ওয়েল, আমিও ...
যদিও নিজের মধ্যে প্রতিনিয়ত
চলতে থাকা যুদ্ধগুলো থামাতে শিখিনি
ক্যান্সার একটি দেশের
নাম
ফুটন্ত কড়াইতে পেছন ডুবিয়ে বসে
সেলফি তুলছি দেখুন -
পেছন পুড়ে যাচ্ছে অথচ মুখে
শব্দটি নেই ..
আত্মসুখ এমন এক আশ্চর্য আফিম, জনাব -
ক্যান্সার লাস্ট স্টেজে না
যাওয়া অবদি আমরা মৃত্যু চিনতে পারিনা
ক্যান্সার আমার দেশের নাম
-