অনিন্দিতা সেন
সহবাস
বর্ষাবেলার নিঝুম চোখে
জড়ো করি মেঘের ঘর,
সবার মাঝে থেকেও যেন
অভিমানের অলংকার!
সহবাস তোমার সাথে
মনে মনে এতদিনের
কুটোনাটা ছুঁড়ে ফেলে দিই
অবহেলার পাড়ে,
জোয়ার জলের নষ্ট সুখে
তার...শব্দ ফেরে!
আমার মত এমন করে নাইই
বা ভাল বাসল কেউ,
মধ্যরাতে ছায়ার মত...বুকের
মাঝে ভাসল কেউ,
মন পুড়ে যায়, বুক পুড়ে যায়
মিথ্যে রাতের মূক ছলনায়...
বাতাস বাঁশীর পাগল সুর
টুকরো করে ছিঁড়ল কেউ!
বর্ষা ফুলের গন্ধ মোছে
ভিজে হাওয়ার পরকীয়া,
মনের কোনে আলোর ঘর
আদর মাখা আবছা মায়া,
মন পুড়ে যায়, বুক পুড়ে যায়
মিথ্যে রাতের মূক ছলনায়
বাতাস বাঁশীর পাগল সুর
টুকরো করে ছিঁড়ল কেউ,
টুকরো করে ছিঁড়ল!
নিষিদ্ধ ছায়া
পৌষের মাঝামাঝি, একদিন ডেকেছিলে
আমায়...তা' সোনা রোদ গায়ে মেখে আমিও চললুম।
ওয়াগনারে কালো কাঁচ তুলে
ধুলো-হাওয়ার
শহর থেকে অনেকখানি দূরে।
এফ এমে বাজছিল রবিঠাকুর
"ভালবাসি... ভালবাসি...
এই সুরে...কাছে...দূরে
....জলে
স্থলে...বাজায়...বাজায় বাঁশি...।"
ড্রাইভিং সিট থেকে মাঝেমাঝেই
আড়চোখে...দেখছিলে আমায়!
পেরিয়ে গেলাম মাঠ, পাহাড়, দামোদর
.....পঞ্চকোট্...
কলঘরের আঁকিবুকি বেপরোয়া
ঘামে ভেজা টাপুরটুপুর চোখ
খোলা পিঠে রাখা আলতো হাত
ছাদের কোনে আচমকা ঠোঁটের পরে
ঠোঁট!
কোথা থেকে বাতাস আসল, উড়িয়ে নিল
জলের কিনারা ঘেঁষে বিছোনো
চিপসের
প্যাকেট... বাদামের
খোসা...একদিনের
ঘরকন্না! প্রেম প্রেম খেলা!
দেখলাম... নৌকার ছৈ উড়ে গেছে
তুমুল ঝড়ে,
ঈশান কোনে জমেছে... উড়ো লাল মেঘ,
নিষিদ্ধ ছায়ায় চাঁদ ভাসিয়ে
ভদকার নেশায় ফিরে আসা...
শব্দের অকারণ নেশাধরা বোলে!
নীললোহিত
সময়ের সারণী বেয়ে নিঃশব্দ
পদচারণ,
পদক্ষেপে শুরু হয়েছিল
সূর্য্য ডোবার পালা।
পরিত্যক্ত ধানসিঁড়ি...
যৌবন মেলে দিয়েছিল তার,
বালির চড়ায় এখনো অনেক
হোয়াইট স্টর্কের মেলা!
আঁধার যেন ঠিক আঁধার নয়
অদ্ভুত এক অরোরা বোরিয়ালিস!
জমানো হিমবাহ গলতে গলতে
নতুনভাবে চোখ খোলা!
দরোজায় সেই দী...র্ঘ... ছা...য়া
নোনতা স্বাদের রক্তিম চিবুকে
মেঘ-বৃষ্টির পরকীয়া!