সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

সুলেখা সরকার

 


সুলেখা সরকার


এক


দরজা খোলো

দ্রুত দরজা খোলো

কোলে নাও। 

শরীরি চর্বিতে আগুন জ্বলছে।

ভালোবাসো, আরও আরও ঘ্রাণ নাও 

বিশুদ্ধ করো আমায়।

 

 

দুই


পূর্ণাঙ্গ আমি।

পুথি পুষ্পিকা সাজিয়ে রাখছি 

সাজিয়ে রাখছি বাংলার সংস্কৃতি।

চিরাচরিত ট্র্যাডিশন যত্নে

তুলে রাখছি যুথিকা বসুর কাছে।

এই যে বলতে, নৈপুণ্য চাই

ক্রিটিক হতে হবে 

মন ছিড়ে শক্তিশালী করতে হবে সাইকোলজি, 

সেই তুমি কিভাবে হারিয়ে গেলে প্রাথমিকে? 

 

 

তিন


ওপারে বসে আছো 

জুলিয়েট নাক ঘষে মূল্যবান করে তুলছে তোমায়।

চাঁদ সদাগর ও চার্লি চ্যাপলিনের মাঝখানে

একটি কৃষ্ণচূড়া টাঙিয়ে খেলছো খুব।

প্রতিদিন খেলো বিশদে

নিউজপেপারে পড়ি তোমাদের কথা

পড়তে পড়তে ভাবি

কি করে অসামান্য হয়ে গেলে!