শোভন মণ্ডল
গোপনচারিণী
যে ভাবে বুকের দু'পাশে বৃষ্টি নামে
যেভাবে খসে যায় তারা অজানা
ইঙ্গিতে
তেমনই নেমে এসো
ছুঁয়ে যাও গোপন চৌকাঠ
কাজলের শেষ টানে যেমন লেগে থাকে
আদর
ঠোঁটের ছন্দে যেভাবে লুকনো থাকে
পতন
সেভাবেই নেমে আসে প্রেম অচেনা
সরণী বেয়ে
তুমি যদি ইশারা বোঝো, তবে
অন্তত একবার
প্রেমের কবিতা হবে, মেয়ে ?
ভরদুপুর
তক্তপোষ, পুরনো বেডকভার
একদিকে মশারি খোলা হয়নি এক
সপ্তাহ থেকে
ঢিমেতালে ঘুরছে ফ্যান,
উড়ছে ক্যালেন্ডার পতপত করে
টেবিলে চায়ের দাগ, মাছি এসে বসে
পুরনো টিভিতে সন্ধ্যার গান, সাদা-কালো
সুচিত্রার লিপে
ভরদুপুর, ফাঁকা রাস্তা
একটা মেয়ে ঘরে ঢুকলো
পা টিপে টিপে...
পরকীয়া
রাত গভীর হলে ঘুম চোখে দেখেছি
দরজা খোলা। তুমি পাশে নেই
ফিরে এসেছো শেষ প্রহরে
সারা শরীর জুড়ে চাঁদের কলঙ্ক
লেগে আছে
সে দাগ তুলতে তুলতে ভোর হয়ে আসে