সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

শাকিল তুবা

 


শাকিল তুবা


মেডিক


তোমাকে যখন আমার ভালো লাগা শুরু হলো

তখন মার্চের শুরু, একটু একটু শীত

এত সময়ের পরিচয় তবু ভালো লাগাতেই দেরী

ফোনে তুমি অনর্গল বকেই যাচ্ছিলে

কি বলছিলেটা কি?

আজকের আকাশটা দেখো কিংবা

বলছিলে চুলে চিরুনী করেছো, কিংবা

কি জানি কি বলছিলেটা কি?

আলোয়ানের ভেতর তখন কাঁপছিলাম

শীত করছিল খুব

তারপর রাত এত দীর্ঘ হলো কখন

ভাবতে ভাবতে ভোর

বাসার সামনে যে নদীটা বয়ে গেছে দূরে

তার দিকে তাকিয়ে ভাবতে চাইলাম কতকিছু

বিবর্ণ একটা লেবুকে দেখে বুক আরো ছলছল

প্রেমিককে লেবু উপহার দেয়া শবনমকে ভাবছিলাম

অবশেষে কাঙ্খিত ফোনটা এল

বললে, তোমাকে কাছে পেতে চাই

ধুপ করে মাটিতে পড়লো যেন কাঁচ ঝনঝন ঝনঝন

হায় দীর্ঘশ্বাস, এ জীবনে এসব হবার নয়, এভাবেই কাটে জীবন

বেঁচে থাকো শিহরণ, যা আমাকে গত দুই দিন রেখেছিল বাঁচিয়ে।

 

 

পরকীয়া


অজস্র মরা গাছের মাঝখানে বসে আছি

ঘি মাখিয়ে দিচ্ছ তুমি

পাঁজরে, মুখে, হাতে

ঠোঁট থেকে চন্দন ছায়া উড়তেই

আচ্ছন্ন ধোঁয়ারা সহসা উঠে দাঁড়ালো;

 

 

স্বপ্নফুল


দুঃখ পেও না, দুঃখ দিও না

গল্প ফুরিয়ে গেলে

ঘুমিয়ে পড়তে হয়

স্বপ্ন উন্মুখ প্রজাপতি উড়িয়ে দিতে হয়

উড়ে উড়ে ঘুমপাখি

অজানা সুখ ঢেলে যাবে

তুমি-আমি ছিলাম কখনো, আজ নেই

সেই বারতা ভুলিয়ে দেবে

শোক নিও না, শোক দিও না

হাতের মুঠোয় জোনাক জ্বেলে

পাড়ি দিও জীবনের বাকী পথ

অভিশপ্ত আর হয়ো নাকো প্রজাপতি

বিরহী ইদ্দতকালটা ভুলে যাও

এবার স্বপ্ন দেখো, গল্প শোনো অন্য কারো ঘুমে।