সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

স্বপন শর্মা

 


স্বপন শর্মা


সীমানা দখল


তোমার হৃদয় পুরনো প্রেমিকের ভূখন্ড

শরীরের স্থায়ী দখলদার দখলে অক্ষম

অবুঝ মোবাইল বেজে ওঠে অসময়ে

যেমন বেজে উঠত আগের জীবনে

দ্রুতগামী মন ছুঁয়ে থাকে পুরনো হাত

যদিও শরীর বেহাত।


মোবাইল বেজে উঠলেই জেগে ওঠে

অতীতের মৃত সন্ধ্যারাত, পাশাপাশি, হাতে হাত

মোহিনী আড়ালের ফিসফিস

আবেগে ভরা সেই অতীতের আকুতিঃ

"তোমাকেই সাধনা আমার

সময়ের ভার বুকে

আমি আছি থেকে যাব শুধুই তোমার ।"


অবুঝ মোবাইল বেজে উঠলেই

ভেতর ভূ-খণ্ডে ভূকম্পন অনুভূতি।

 

 

সমর্পিত শাখা-পলা


পার্কের গোপন আড়াল নড়ে

দুটি ছাতার বেষ্টনীতে

বিকেলের আলোর মৃত্যুর অপেক্ষায়

সমর্পিত শাখা-পলা,

অন্ধকারের সুঠামো ঢেউয়ের আছড়ে পড়া

তীব্র আশ্লেষের অবগাহন।


কলেজের পুরনো ইয়ারের শরীর থেকে বিযুক্ত

বৃষ্টভেজা বেহিসেবি শেষে ফিরে যায় ফের

আবেগবর্জিত দেয়ালের ভেতর

হিসেবি জীবনের মদে মাতাল হতে ।

 

 

তাড়া


আজ ফেরার তাড়া নেই

দ্রিদিম দ্রিদিম বাজবে না দেয়াল

চারদেয়ালের সম্রাট গেছে পেশার ট্যুরে

তাই অনিকেত সন্ধ্যার ফিসফিস

পুরনো চুম্বন অধিকার ফিরে পায় বলে

গোপন রান্নার আয়োজন ।


আজ ফেরার তাড়া নেই

আঁচলে বৃষ্টি ও সময় বাঁধা

হোটেলরুমের কোণে কোণে

সারারাত বাজবে অশ্রুত মেঘমল্লার।

অভিমানী অতীত বলবে,"এভাবেই এসো

এভাবেই অতীত ও বর্তমান মিশে হোক একাকার"।