সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

নির্মাল্য ঘোষ

 


নির্মাল্য ঘোষ


মাংস


মাংস দেখে উবে যায় প্রেম

লক্ষণ রেখা টপকে কিছু একটা পৌঁছায়

                  বালিশের খুব কাছাকাছি

একটা অন্য গন্ধ অন্য অস্তিত্বের

জানান দেয় অসামাজিক ভাবে

                          একটা অন্য নদী

                          অন্য পাহাড়ের চূড়া

                          উপত্যকার ঢালগুলো

খুব স্বভাবিক ভাবে আমিষ হয়ে ওঠে

 

 

লিঙ্গ


আর কিছু নয়....

শুধুমাত্র নারী আর পুরুষ

             বাকিটা লিখে দেবে ইতিহাস

সিঁদুর ভেদ করে অন্য একটা পাহাড়

ছোঁয়ায় পৌরুষের পূর্ণতা ষোলো আনা

        গুহার আমন্ত্রণেই গুহালিপি লেখা...

        দৃঢ় কলমে তখন অন্য দোয়াতের

        রসালো কালির স্পর্শ

 

 

লাঙল


লাঙল মাটি উর্বর করে  চলেছে

আর কিছু নয়...

বীজ জানেনা কোন মাটিতে হবে

তার বপন...

নদীর পাশের কচি দুর্বা ঘাস কি জানে

লাঙলের পরিচয়?

সে শুধুমাত্র সাক্ষী থাকে লাঙলের উর্বর

জমি চাষের...

লাঙল মাটির পর মাটি চাষ করে চলে

নির্বিকার ভাবে...

সবুজ মাতৃত্ব উদ্বেলিত হয়ে ওঠে প্রাকৃতিক

আনন্দে.....

চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে তখন শুধুই

ফসল আর ফসল

             ফসলের কোনো বৈধতার

             সার্টিফিকেটের প্রয়োজন

                                         হয় না

কৃষক হঠাৎ ইশ্বর  হয়ে ওঠে....