শিবাণী পাণ্ডে
অভিমানী মেঘ
রুদ্রানী রাই ........
চল্ দ্রুত
ঘুরে আসি,
হাওয়ার তালে পা ফেলে
কল্প রাজ্যের আঙিনায়,
এই
সুন্দরীর দুহাতে বজ্রের
দামামা
যা
ভয়ঙ্কর দাঁত নোখের আচড়ে
এক নিমেষে ছিন্ন হতেপারে৷
লাল ঠোঁটের খোলা হাসিটি
মিশে যেতে পারে মহাশুণ্যে ৷
যেখানে অভিমানের ডালা সাজিয়ে
দাঁড়িয়ে অপেক্ষায়
খোলা চুলের নীল মেঘের
মুচকি হাসি
মধূযামিনী
আমার শরীরের স্বচ্ছ সুবাস
তোমার চোখ এড়িয়ে
মিশে গেছে অজানা
দুটি কালো চোখে ৷
ভাবিনি এমনও দিন আসবে
যখন তোমার গরম শ্বাস
হারিয়ে যাবে আমার পিঠ ছুঁয়ে
অন্যের কাঁধে
ভাবিনি এমনও দিন আসবে
যখন
শূন্য থেকে
শূন্যতায়
ভরে
যাবে তোমার অস্ফুট নিঃশ্বাস
মিশে যাবে অন্য কারো মধূযামিনীতে
৷৷
রঙিন প্রজাপতি
আঁচল
খোলা তরুনীর শরীর
থেকে ইউক্যালিপটাসের গন্ধ
আবেশ ছড়ায়
যৌবনের
আঙিনায়
ঝোড়ো হাওয়ার সাথে
আত্মহারা পুরুষ প্রজাপতি ,
ডানা
মেলে উড়ে যায়
তরুনীর শরীরের সুবাস নিতে ৷
প্রতীক্ষায় থাকে
ঘরের স্ত্রী প্রজাপতিটি
যে ঘরটি
আগলে রাখে
তার
স্নিগ্ধ শান্ত ঘরকন্যায়
পুরুষ প্রাজাপতিটি ডানা পুরিয়ে
ফিরে আসে আপন
আলয়ে
স্ত্রি প্রজাপতিটি তাকিয়ে দেখে
আর দীর্ঘশ্বাস ফেরে
ঘূমিয়ে পরে একা
অসমাপ্ত
অভিমান নিয়ে
তার স্বপ্নের আলয়ে
৷৷