সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

রীনা তালুকদার

 


রীনা তালুকদার


ব্যাকুল পিপাসা


উচাটন মন

শূন্যতার বিলাসিতা

চুল খোলা বাতাস

দখিনের ব্যালকনিতে

আঁচড়ে ভাঙে নীরবতার পাজর

খিড়কী খুললেই ওপাশের চোখে

স্থির হয়ে যায় ব্যাকুল পিপাসা।

 

 

সেই দেখা


সেই দেখাই সর্বনাশের মূল

এ ঘরে এয়ারকুলার ঘুম

যেনো পরমানু চুল্লী

অনল নেভাতে হয়

ও ঘরের নিঃশ্বাসে।

 

 

পড়শীর পাড়া


সুবর্ণ রাতের ঘুম বেদখল করে আছে

পুরনো সেই নতুন নির্মিত ছাদ

যেখানে তুমুল করতালি চোখ সুস্থির হলো

আজো নিদ্রাহীন রেটিনার স্ক্রীনে

কেঁপে কেঁপে যায় আকুলিত দুটি ঠোঁট

সুখহীন অসুখ স্বস্তির পরশ খোঁজে

পড়শী পাড়ায়।