শর্মিষ্ঠা ঘোষ
মদ
আমিই তোমার মদ হতে চাই প্রেম
টস করে নাও পান পাত্রের বিষে
বিবেক জ্বালা কষ্ট কিউব সোডা
পাঞ্চ করে ওই কাঙ্খা বাবল বানাও
অন্যের পাপে বোকা রোমান্সে ভাঙছ
নষ্ট গীতির সুর হতে চাও নিজে
গুলি মারো ওই ন্যাকা কেবলুস
ভাবনায়
জড়াও আমাকে সময় বড্ড অল্প
এস স্রোতে ভাসি অন্তর্গত
বন্যায়
নিশ্চিত পাবো মোহ পারে মোহনা
আমাকে ছুঁয়ে ছিঁড়ে খুড়ে ফেল
দিনরাত
অনেক বাঁচার রসদ রেখেছি রক্তে
ছুঁইনি
কতদিন ছুঁইনি সে পাপ
নেড়ঘেঁটে খুঁজিনি অতল
কতদিন কাউকে বলিনি
বিষম জমেছ মনে গাঢ়
খুঁড়ে খুঁড়ে পলিমাটি জল
বৈধতা মুখে চোখে মাখি
দূরে কোন অসুখী পালক
অশ্লীল নিষিদ্ধ ডাকে
তোমাদের ভুলে যাওয়া ভেঙে
তুলে আনি কাচ ঝুটো মতি
বেমানান খাপে অনুরাগে
কেটে কুটে ফাঁকিবাজি ঢাকি
ভ্রম হবে মনের প্যারেড
ভ্রম নামে শরীরী শাখায়
ভাল আছি স্বস্তি ও সুখে
মায়াগুণ ঘুণে কেটে যায়
মোহ
খুলে রাখা শার্সির ঝুল
হাওয়া হয়ে তুমুল চাটিস
উদ্দাম বিতল বেগানা
কুটো প্রেম বনে যাক ফাল
খুঁটে খুঁটে তুলে রাখা সুদ
টানটান সাজানোর ফাঁকে
যতখানি মিলেছে অবোধ
গুনে গেঁথে রাখি নি কাউকে
যতদিন থাকবে থাকুক
চবুতরা কি কাজে বা লাগে
ডানা আছে ওড়াও সহজ
আপাতত মুগ্ধতা স্নানে
মোহে কামে মর্মে যে টান
রোম ছেঁড়া সাহসী ছুটেছে
বোবা কালা সেজে বসে আছি
ভয় পাই আমার আমিকে
কি জানি কি করে বসি ফের
ছুঁয়ে ফেলি ভেতর পরাগ
বৃতিমূলে আনকোরা দাগ
অনুমিত অনুরাগ বলে
জোড়াতালি অসুখের ভান
সুগ চেনে পালকের জল
এই মন ডুবে ভেসে ওঠে
এরপর কি থাকে গোপন