সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

সুবীর সরকার

 


সুবীর সরকার


ইস্তেহার


তুমি আংটি থেকে হারিয়ে যাওয়া পাথর

এদিকে ভেজা ইস্তেহার নিয়ে আমি রাস্তায় রাস্তায়

                                                 ঘুরি

ঘন হয়ে আসা নদিখাত।

আমি তোমার ঠান্ডা চোখের দিকে তাকিয়ে

                                          থাকি

বেসিক্যালি তুমি প্রতারক।

হিমশীতল মেক আপ বক্স।

আর হাসিরা বেরিয়ে আসছে হাসপাতাল

                                           থেকে


 

তোমাকে ভুলে যাবার কথা ভাবি


তোমাকে ভুলে যেতে চেয়েও আর ভুলে যাওয়া

                                                    হয় নি

 সুর ও স্বরের মাঝে শুয়ে থাকে সেতার।

 আমি সাইকেল চালিয়ে লালপুল চলে

                                                  যাই

 তোমার উড়ন্ত চুল ঠিক টুকরো মেঘের

                                           মত

  হাসির নাটক দেখে জাস্ট সিগারেট ধরাই

  আর  তোমাকে ভুলে যাবার কথা ভাবি

 

 

বিরহ


হলঘরে সাইলেন্স,বিরহ বিরতির মত

তোমার চুলে আঙুল ডোবালেই দূরাগত সব

                                              দৃশ্য

আমাদের একটা শিশিবোতলের পৃথিবী আছে

এদিকে ডুবে যাচ্ছে সওদাগরের নাও