সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

সুস্মেলী দত্ত

 


সুস্মেলী দত্ত


অন্য রকম


বুনেছো বুনেছো বীজ ও পুরুষ নাভিতে কখনো-

সবুজ ও লাল

তবুও ধূসর আমি দ্রবীভূত যেমন তেমন

উদাসীন তুমি

ফিরেও দেখোনি গায়ে মাখামাখি কলঙ্ক কেমন


টিপ টিপ ছাপ

বেকুব বেহেড

 


ডেট


ফুরসত পেলে চলে এসো মেঘ

শরীরে শরীর রেখেছো কখনো?

পায়ে পায়ে যত উলঙ্গ নখ

কান পেতে শোনো দহন যখন ও


শব্দ বৃত্তে আসি আর যাই

কী ভীষণ ক্ষোভ কাকে বলাবলি

চিলেকোঠা নয় অনুবাদ নয়

প্রেম ট্রেম শোক হেসে ঢলাঢলি


যাহোক এবার পরকীয়া রোগ

শুধছে পৃথিবী ভোগ সম্ভোগ

 

দ্বিচারিনী


অথচ বিস্ময় ঘটে রোজ

প্রতিবিম্বে লাভা স্রোত শীৎকারের সহজ সভ্যতা

দৃশ্যের উজান জাগে আবারও তাই

দশ বাই দশে শান্ত গর্ভগৃহে

বুনছি নষ্টামি

 

আপন খেয়ালে