সামসুন্নাহার ফারুক
স্ক্রিন শট
চোখাচোখি হতেই রেটিনার
ক্যামেরায়
আটকে গেল চোখটা
কিছু বুঝে উঠার আগেই
স্ক্রিন শটে ক্লিক
সেখান থেকে বের হতে পারছিনা
কিছুতেই
ওদিকে ডালপোড়া গন্ধ ঘরময়
ঘরের মানুষ বলে উঠল
মনটা কোথায় থাকে আজকাল ?
পোজটা
এসকালেটরে পা-টা পিছলে যেতেই
চট করে দু'হাতে ধরে ফেললে
পোজটা এমন ছিল যেন
টাইটানিকের নায়ক নায়িকা
ছবিটা আমাকে সর্বনাশের পথে ঠেলে
দিচ্ছে
কি করি বলতো ?
তবুও স্বস্তি ভেবে যে
পাশের মানুষটা টের পাচ্ছে না ।
স্পর্শ
স্পর্শে তোমার বুকের রেডিয়েটরে
সেই যে ধুকপুকানি শুরু
থামাতে পারছি না কিছুতেই
যুগল ওষ্ঠের চুম্বকীয় আকর্ষন
জ্বালাচ্ছে বড়
এত বার ফোন করোনা প্লিজ
লুকিয়ে চুরিয়ে কথা বলতে হয়
কারা যেন স্পায়িং করছে ।