কাকলি
মান্না
সাপ
লুডো
এভাবেই
গোপন রোমকূপ দীর্ঘ ঘুমে গুটিয়ে রাখা ডানা
দ্রাঘিমা
বরাবর মেলে রাখা ছায়া কম্পনের রিকটর স্কেল
একে
একে খুলে ফেলেছে রিপুর সংযম কামনার নদী সঙ্গমের তৃষ্ণা
সুদীর্ঘ
টানেলের অন্ধকার মুছে ফেলে আঙুলের বিষ
ছাই
জমছে ফায়ার প্লেসে
সাপ
লুডো খেলছে বিছানা
প্রিয় দৃশ্য আর এক স্বপ্নের মহড়া
লোভাতুর
দীর্ঘ ঘুমে
প্রিয়
লজ্জাবতী ফেলে এস পাথুরে সীমানায়
প্রিয়
ঋতুর ভেতর মিলিয়ে নিচ্ছ কাঠামো শরীর
ঢাকা স্তনে উত্তাপের স্তর
চুলে
খেলে যায় রূপালী জলের ডানা
জঙ্গলের
হারানো পথে
বুক
পেতে শুয়ে থাকা সাঁকো দেখেছে এ মিলন
ভাঙা
চাঁদ ঝরা পাতার স্তূপ আর এক না
ফুরানো স্বপ্ন
এগিয়ে যায়
অজানা অলৌকিক রাতের দিকে
কামনা বিশ্বাসের স্থির হয়ে আসা মহড়া
ক্ষত
চিহ্নের পাশে
এক
আঘাত চিহ্ন ক্ষত হতে হতে
পেরিয়ে
যায় সুদীর্ঘ টানেল
গুহা
চিত্র জুড়ে নিশাঘোর
পরিপাটি
সংসার ছেড়ে যাবার আগে ও
ঠিক
করছ আরামের কুশন,
বেসিনের
পাশে রাখা টাওয়াল, নি
শ্চিত
ঘুমের বড়ি
একবার চোখ পরে আরশিতে
মায়াবী
শরীরে ঢেউ তুলে দেখে নিচ্ছ সময়
দেখে
নিচ্ছ জমা অভিমান.
প্রবল
ঝড়ে উড়ে যায় নিরুদ্দেশের চিরকুট
হেঁটে
যায় শরীরের ভেতর শরীর
তড়িৎ
গতিতে ভিজছে অনুষঙ্গ
জমা
জলে নৌকা দিকভ্রান্ত
ক্ষত
মুছতে আঘাত হানছে অবিরত