মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

হরেকৃষ্ণ দে




হরেকৃষ্ণ দে

সম্প্রীতির নতুন চেতনায়

যে ভারতবর্ষ  আমাদের গর্ব,
যে ভারতবর্ষ আমাদের সম্ভ্রম৷
যে ভারতবর্ষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ-খ্রীস্টানের ঠিকানা---

আজ সে ঠিকানা হারিয়ে যাওয়ার মত,
আজ সে ঠিকানা শুকনো পাতার মত ভাসমান
রাজপথে ভহাভয় কাঁচা রক্তের স্রোতে---

আজ সে ঠিকানা আলো বাতাসহীন প্রাণের সংশয়,
হৃদয় মরুভূমির মত বিশেষ চাহিদায় ধুঁকছে৷

এসো আজ মুখোমুখি আলিঙ্গন করি,
হাতে হাত ধরি,মনে মন রাখি,
একে অপরের হৃদপিণ্ড ছুঁয়ে শপথ নিই,
সবার আপন হওয়ার স্বপ্ন সফল করি৷

আবার ফিরিয়ে আনি নেতাজির ভারতবর্ষ৷
ফিরিয়ে আনি বিনয় বাদল দিনেশের ভারতবর্ষ--
ফিরিয়ে আনি নজরুল, রবি ঠাকুরের ভারতবর্ষ৷
মাস্টারদা সূর্য সেন,বাঘাযতীন,ক্ষুদিরামের সার্থক ভারতবর্ষ,
সার্থক করি মানবতার প্রেমের বন্ধনে৷

এসো আজ জাত,ধর্ম নির্বিশেষে মিলিত হই,
সম্প্রীতির নতুন চেতনায় অঙ্কুরিত হই,
হৃদয়ের অপার প্রেমের বন্ধনে---