মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

মণিদীপা নন্দী বিশ্বাস


মণিদীপা নন্দী বিশ্বাস

সে পৃথিবী মুখ

কখনো ভাবিনি শবনম আমার বন্ধু নয়। বুদ্ধিমতী
শ‍্যামলা মেয়েটা বাড়ীর উঠোনে পা দিলেই চঞ্চল
হয়ে উঠত ঠাকুমা। মুখখানা কঠিন, প্রকাশ‍্যে
কখনো প্রতিবাদ ওঠেনি, ওঠেনি ঝড়। বাবা নামের
মানুষটার দৃঢ় প্রত‍্যয়ী ব‍্যক্তিত্ব শুধু মানুষ চিনিয়েছে
চিরকাল...বন্ধুত্ব সম্মিলন সম্প্রীতি শিখিয়ে তোলা
সে প্রিয় মানুষ চলে গেলেও কোথাও রেশ রেখে যায়
সুর। আবেশ হয়ে ওঠে শবনমের রঙ তুলির টান
চাইনিজ ইংকে আঁকা পিকনিকের ছবিটা ছাপা হয়
নামী কাগজে।...আনন্দে তাথৈ তখন।



ছিলনা ফোন, ছিলনা যন্ত্রের আগে পৌঁছনো খবর
সেই আমরা আমাদের মতই শৈশব কৈশোরের
নুড়ি পাথর কুড়িয়েই সম্মিলন গড়ি,কাঁ টাতার পেরোই
এখনো হাত বাড়িয়ে বলি 'ভালবাসি'...
আব্বাস উদ্দিনের গেয়ে যাওয়া গানের সুর এখন ও
বাড়ির নিকোনো উঠোনের সজনে ফুল হয়ে ঝরে,
জেগে উঠি আর ও একবার