মন্দিরা ঘোষ
আজাদি
ধর্মের সাথে রং মিশিয়ে দিলে বিরোধ আর বিরোধিতার ভাগফলে
ইস্কাবনের বাজি ধরা যায়।
প্রতিবাদ শব্দের গায়ে নাবালক
মেঘের ভিড় বাড়ে।
ভাইরাল হয়ে যাওয়া কোন রক্তাক্ত
গল্পের ঠোঁটে শুধু ফরোয়ার্ড
হয়ে যাওয়ার ক্লান্তি।
আদতে আমরা সবাই ফরোয়ার্ডেড বায়োডাটার
যোগ্যতা নিয়ে বেঁচে ওঠার
আপ্রাণ চেষ্টায় এক একটা অভ্যস্ত
নদী এঁকে ফেলছি অন্তর্গত রক্তের ভেতর।
৯১ এর আজমা বিবি বা ৮২র মনিরা
বেগমের বুকের খনিজে মিশে আছে
আজাদির কালো বারুদ।খুঁড়ে দেখলে
উঠে আসবে আটপৌরে গন্ধ মাখা
কয়েকহাজার সোহেলবাগ যেখানে খুদে
আবিরার চোখের রং আঁধার।
ধর্মই বোধহয় পারে খিদের উঠোনে
পেতে দিতে অলীক ফসলের গান!
অন্ধকার যখন শুধু রাত নয়, সময়ের ও নাম,
এসো ধ্রুবতারা আঁকি যৌথখামারে।
আলো আঁকি আবিরার চোখের তারায়।
ক্যারাটহীন রক্তে চুপিসার আগুনে পুড়ছে গৌরবের হিজাব...
ধ্বংসের মহামারিতে এক
টুকরো সোহেলবাগ ২৪ ক্যারেটের
অহংকার হয়ে আমাদের মুখ ভ্যাঙাচ্ছে...আমরা পুড়ে ছাই হয়ে
যাচ্ছি।