মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

নির্মাল্য ঘোষ


নির্মাল্য ঘোষ

স্বপ্ন

বাইরে থেকে বোঝা যায়নি যে ভেতরে এত
কুয়ো খুঁড়ে রাখা আছে কিম্বা ফাঁদ..
পতিতা পল্লীতে যে জাত ধর্ম বিচার করে না
সে এখন ধর্মের দালাল...
আমি একটু একটু করে মানুষ ভুলে ধর্ম চিনি...
জাত চিনি..
তারপর বজ্জাতির দাঙ্গা বাঁধাই..
অসীম, চিরন্তন, পরমাত্মা শুধুই কতগুলো
শব্দ লাশ মাত্র এখন...
বই আর পাসবই এক করা রাজনীতির ঘুণ পোকা
এখন রক্ত খোঁজে... ক্ষমতার লোভে..
ধর্মনিরপেক্ষতার সূক্ষ্ম অতীত এখন ব্লাড ডোনেশন ক্যাম্পে
শুধু মাথা গোঁজে....
আর কোথাও তার আশ্রয় নেই...
চারিদিকে রিটেনশন ক্যাম্পের হাতছানি...
হায় আমার সোনার দেশ!
গণতন্ত্র এখন উপর্য্যুপরি ধর্ষণক্লান্ত
যদিও আমার মুসলিম প্রেমিকা এখনও ভালোবাসে আমাকে
আগের মতই
স্বপ্ন দেখে সব ঠিক হওয়ারআমার মতই..