মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

মতিউল ইসলাম


মতিউল ইসলাম

আমার ভারতবর্ষ

উনিশ লক্ষ মানুষ নয়,হিন্দু মুসলমান
ওরা এগারো, আমরা আট,
কি সহজ হিসাব নেই কোন সুত্রের কচকচানি।

কয়েকটা কাগজের উপর দাঁড়িয়ে আছে আমার ভবিষ্যৎ
আমার স্বদেশ, আমার আমার আবেগ।
হে রাষ্ট্রনায়ক! শুধুই কয়েকটি কাগজ!


কাশফুলে একরাশ বিষন্নতা,
একাত্তর শুধু সংখ্যা নয়,
নয় সন্ত্রাসীর দলিল।
বড়ো ভয় হয় এই দেশ স্বদেশ নয়?

এগারো লক্ষ হিন্দু আর আট লক্ষ মুসলিম নয়
উনিশ লক্ষ মানুষ কাঁদছে,
ভিজে যাচ্ছে আমার স্বদেশ
ভেসে যাচ্ছে সমস্ত কাগজ।

সমস্বরে উচ্চারিত হচ্ছে
ইয়া দেবী সর্বভুতেসু
আল্লাহ আকবর
মিলেমিশে মানবতার জয়গান,
কাঁদছে আমার ভারতমাতা
দুই হাতে মুছিয়ে দিচ্ছে
দুই সন্তানের চোখের জল,
রাষ্ট্রনায়ক! ভয়ে কালো হচ্ছে তোমার মুখ,
এই আমার স্বদেশ, আমার আবেগ,আমার ভারতবর্ষ।