তমালী
বন্দ্যোপাধ্যায়
ও ভাই মানুষ
নিঃশ্বাসে
বিষ কে ঢেলেছে আড়াল থেকে?
কে
পরেছে মুখোশ মুখে?
বিশ্বাসে
ঘুণ কে ধরালো?
অসন্তোষের
আগুনে মন কে পোড়ালো?
কেই'বা নেবে মৃত্যুর দায়?
কেউ
নেবেনা,কেউ নেবেনা মুর্খ
মানুষ।
শুধু
রাজনীতি রঙ মাখিয়ে দেবে।
স্বর্গ
থেকে,বেহেশত থেকে,হেভেন থেকে আসবেনা
কেউ,ধরবেনা হাত।
কেউ
নেবেনা মৃত্যুর দায়।
রাখবেনা
কেউ রক্তদিনের ঝরাপাতার হিসেবনিকেশ।
ও
ভাই মানুষ,
ওরা
শুধু ফাঁদ পেতেছে।
সেই
ফাঁদেতেই পড়ছি ধরা...আমরা-তারা-সে বা ওরা।
তার
চেয়ে চল ফাঁদগুলোকে উপড়ে ফেলে,এই দ্রোহকাল কাটিয়ে দেবো।
যে
আগুনে পুড়েছে মন,ঘরবাড়ি
সব--সেই আগুনেই পুড়িয়ে দেবো হিংসা,ঘৃণা।
ভালোবাসার
রঙেই দেখিস মুছিয়ে দেবো বিভেদ সীমা।
শিক্ষা
দিয়ে জ্বালবো মনে জ্ঞানের আলো।
সেই
আলোতেই দেখবো তখন চারিদিকে শুধুই মানুষ।
মানুষ হওয়া শক্ত ভীষণ--মস্ত একটা হৃদয় লাগে।
হৃদয়
বড় হলেই তখন ভালোবাসা সহজ হবে।
সবাই
মিলে বেঁচে থাকা সহজ হবে।।