মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

জয়ন্ত চট্টোপাধ্যায়


জয়ন্ত চট্টোপাধ্যায়

গিলোটিন 

ভার ও ধারের অনুপাত উপেক্ষার
অপটু মিশ্রণ ব্যঙ্গময় ক্লিশে স্লোগান
শাণপাথরে লেখা নির্দোষ কান্না আর
হাহাগন্ধ রক্ত আগুন পোড়ানো প্রাণ
বিষ ছাই এবং আধাভস্ম অভুক্তজৈব
যতিচিহ্ন লেখে জয়দ্রথ দিন নির্দয়
ছলনাপৌরুষ বীর্যগাথা লেখে না
হননের ঋণকাব্য দূরভ্রম রাত
ভাববিমুক্তি বায়ুবদল চিহ্ন রাখে
ধন্বন্তরি সুত্র বেশ ভারী ধারহীন

গ্র‍্যানাইট ছেনে রস মানবকৌশল
উপসর্গ বসিয়ে কত প্রেম আলো
অপার দাহ্যতায় সুবাতাস শান্তি
যুগন্ধর প্রবচন হাসি অমোঘ শুশ্রূষা
দিকচিহ্নহীন চির চলে যাওয়া!

অনার্য প্রশ্ন গাঁথা পাষাণের দিকে,
আর কত?কতদিন? মায়াঘোর!
ক্ষাত্র আর্তনাদ জয়োত্তীর্ণ মারণলিপ্সা
প্রবল স্রোত গোমতীর কালো জলে
প্রতিধ্বনি বাঁধা....... এত রক্ত কেন?
পাবকদহন!প্রেম বলে কিছু কি ছিল না?