চিরঞ্জীব হালদার
ধর্মবিবরণী
বুকের মধ্যে আমুল বিঁধে বুক
ট্রেন ছাড়ে ট্রেন, কামরা একা একা
এই সুড়ঙ্গ অন্ধ গলির আলো
ধারালো হয় চমৎকার এক খেলা।
আয় খেলবি লোপাট হবে সীমা
ঘর সংসার মানুষ উপমানুষ।
তুষের মত দগ্ধ আগুন ক্ষার
ছড়িয়ে দিচ্ছে বিস্তৃত দ্রাঘিমা।
ধর্ম আঁচে সেদ্দ হচ্ছে হাড়
চমৎকার রাজ্য শাসন সভা
নদীর মধ্যে লুকিয়ে হাঙর নদী
নৌকা ধারণ নৌকা টলোমলো।
চলো এখন দেখবে চলো ঠিক
ওপারে বুক এপারে তর্জনী
তোমার ছেলে ভূগোল- পড়া বউ
ধার্মিক নয়,ধর্ম ভীরু যোনি।
মধ্যে মনি রত্ন ঘিরে কারা
পাহারাদার অটুট অধিকারে
একটি শিখা ছড়াচ্ছে দাঊ দাঊ
কোন তরলে শান্ত করবে তারে।
কোন তরলে দেখবে চলো ঠিক
সাজিয়ে ঘুঁটি হৃদয় কথা সাপ
একই মানুষ অস্ত্র বা কিংখাব
নিথর চুলো জ্বলছে শুধু ঝিক।