মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

অনুপম দাশশর্মা


অনুপম দাশশর্মা

বিভেদের চৌকাঠ পেরোও

অবিশ্বাসের প্রহর ফিরে ফিরে আসে
এই জনপদে, রোদের বুকে সহস্র বেদনা
ছড়িয়ে দিয়ে।
পথিক আর রাষ্ট্রের মধ‍্যে বিছানো থাকে
কন্টকের সড়কপথ
পথিকের ধর্ম গ্রাম-শহরে মৈত্রী গড়ে তোলা
তার দিনলিপিতে ধরা থাকে মানুষের সাথে
মানুষের অটুট বন্ধনের আদি ইতিহাস
পথিকের ছায়ায় কোন জন্মবাসের তথ‍্য
থাকেনা, যেমন বৃক্ষের নেই দেশের কাছে ঋণ
তবে কেন উপমহাদেশে ফিরে ফিরে আসে
বিদ্বেষের প্রবল ঝড়?
কেন জাতের ভিন্নতার তফাত তৈরী করে
ছাড়খাড় করে দেয় নিরীহ প্রাণের ভিত।
প্রলয়ের রোষ নেমে এলে কে কার জাত বিচার করে?
বন‍্যায় ভেসে যাওয়া মানুষকে টেনেপাড়ে তোলে
কোন ধর্মবিচার করা মানুষ?
প্রাকৃতিক বিপদের কোন জাত নেই, ধর্ম নেই
হে মানুষ, তোমার অন্তর দহনে যে প্রলেপ দেবে
সেই তো তোমার ঈশ্বর।  হাতে রেখো হাত, সেটাই সমীচিন।