মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

শুভশ্রী সাহা


শুভশ্রী সাহা

গোপন নদী

আমাদের একটা গোপন নদী আছে
যতবার আগুন জ্বলে নদীর স্রোত
এসে ভাসিয়ে দেয় জনপদ,
যতবার ঝোড়ো হাওয়ায় তছনছ
হয়ে যায় কৃষিপ্রান্তর, ঢেউ তার থেকেও
তুমুল হয়ে হাওয়ার গতিপথ রুদ্ধ করে
যতবার বৃষ্টি হয় তুমুল, গাছেরা আড়াল
দেয় ছাদের থেকেও প্রাচীর উঁচু,

এই গোপন নদীর নাম ভারত বর্ষ
নিরাপদ এই নদীর নিচেই ভোরের আলো
আপাত তুমুল বর্ষা সঙ্কুল, পিচ্ছিল নদীখাত
সময়ে সব স্থির, মন্দির দরগা পীরের মাজার
যদি পারো ডুব দিও গভীরে, পুণ্যস্নাত
ওষুধে ছেড়ে যায় রোগ, সাময়িক ক্ষত--