মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

দীপ্তেন্দু জানা


দীপ্তেন্দু জানা

অ্যালবাট্রস জিন্দাবাদ

আয়নার সামনে দাঁড়াতে লজ্জা হচ্ছে
ফের যদি নিজেকে হিন্দু মনে হয়
আয়নার সামনে দাঁড়াতে লজ্জা হচ্ছে
ফের যদি নিজেকে মুসলমান মনে হয়
কিম্বা খ্রিস্টান
কিম্বা ইহুদি
কিম্বা অন্য কোন মৌলবাদী
আয়নার সামনে দাঁড়াতে লজ্জা হচ্ছে
ফের যদি নিজেকে গবেট ভোটার মনে হয়

রাষ্ট্রের হাতে ঢিল
রাষ্ট্রের হাতে অ্যাসিড
রাষ্ট্রের হাতে বন্দুকের নল
এইতো সুযোগ
কেউ তোমার চোখ উপড়ে নিলে তুমি তার
ধড় থেকে এক কোপে হাত ছেঁটে দেবে নিশ্চিত

এখন কবিতা  লেখার সময় নয়
এ সময় নিজের রক্ত ছিঁচে দেওয়াল লেখার সময় প্রভু

অ্যালবাট্রস জিন্দাবাদ
অ্যালবাট্রস জিন্দাবাদ
ভাইচারা জিন্দাবাদ