মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

সুপম রায়


সুপম রায়

হিংসা ও প্রেম

ভিজে গেছে শহর আমার,
ভিগ গয়া হোঁট তেরা ভি।
শীতের পরে বসন্ত মেঘ
মেজাজ যেন শরাবী ।

বুদ্ধিতে যা চাল চেলেছে
ফেঁসেই গেছে মন্ত্রীজী।
দিল্লিতে যে রঙ জমেছে
অহিংসা কৈ, গান্ধীজী?

আগুন দিয়ে ছাই হল সব
হত্যা চেনে মানুষ-জীব।
দেশের মধ্যে গণ বিভেদ
নিভে যাচ্ছে রাজপ্রদীপ।

বিশ্বকবি রবীন্দ্রনাথ
বিকৃত হন কলকাতায়।
বাংলা কেমন ভাসছে স্রোতে
গল্প-নাটক-গান-কবিতায়।

এর পরেও প্রেম আসে কী,
পরশপাথর খোঁজ করে?
দেশটা আমার শান্তিতে থাক,
কেউ যেন না ভাগ করে।