বন্যা ব্যানার্জী
উচ্চারণ
বহুবার পুড়িয়েছি এই দেহ
বহুবার রেখে এসেছি চিতার পাশে
বহু স্পর্ধায় হেঁটেছি স্লোগানে
মিছিলে
জেনে আগুন ই সব অক্ষমতা নাশে।
বাকি সব গেছে বিদ্বেষে বিভ্রমে
রং বদলেছে পোস্টারে পোস্টারে
ওষুধ তবুতো একটাই আজও আছে
জখম সারাতে স্বপ্ন বুনেছি ভোরে।
আমরা বুঝিনা নির্বাসনের গল্প
শিকড়ের ঘ্রাণ চিনে নিতে তাই
সোচ্চার
বৃষ্টির হাত ধরে পাশাপাশি ফেলে
পা
মরা নদী বুকে নেমে আসবই বারবার।
হাজার বছর বাঁচুক এই বিশ্বাস
এ মাটি আমার তোমার ও যে সেই মত
হাত মিলে গেলে জুড়বেই সব সাঁকো
সব রং মিলে আঁকো, একটাই দেশ
আঁকো।।