বনশ্রী রায় দাস
শ্লোগান নয় গান
শীর্ণ খালের দিকে
মেঘ ঝুঁকে পড়লে
বব ডিলান জেগে ওঠা
একটি সকালের
পদ্য গায় সজনে ফুল
ছেলে বেলার অর্জুনের
ছালে কান পাতলে
তার হৃদি-কথন শুনতে
পাই ।
দেখেছি গঙ্গা পদ্মার
মতো দুটি
চোখে কস্তুরী অন্তর
জলোচ্ছ্বাসে প্লাবিত ।
মেঘের গায়ে চিকন
রোদ্দুর,পাহাড়ের খাঁজ
নকশা বড়ির সুকৌশলী
যাপন
আঁকছে বিমলাকাকি।
আইলাইনারে নভেল
লিখতে চায়
বোরখার আড়াল।
শেষ রক্তবিন্দু
পর্যন্ত শ্লোগানের স্রোত
কোলাহলের বিভৎসতা
দেখে
ঠোঁট কাঁপিয়ে কান্না পায় ভীষণ ।
আকাশে সাঁতরায় শব, তার কন্ঠস্বরে
শ্লোগান নয় শুনতে
পাই
মহাকাল-প্রীতি সুর ।
সে স্বর তরঙ্গে
দস্যু রত্নাকর একটু একটু করে
বাল্মীকি হয়ে যাচ্ছেন।