মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

সুখেন্দু ভট্টাচার্য্য


সুখেন্দু ভট্টাচার্য্য

রোমন্থন

পুরোনো কথা তুলে কী লাভ?
ভারত পাকিস্থান বলো বা
তোমার আমার বিচ্ছেদ
তোমার দাদা বা আলিজিন্না
সেই ইতিহাস বয়ে আর কী লাভ?
তোমার দাদার কূটনীতি
আমাদের এক হতে দেয়নি
সংসার সাজিয়েছি এই ভূখন্ডেই
অন্য এক ভালোবাসাই,
ভুলতে চেয়েছি তোমার দাদাকে
ভুলতে চেয়েছি জওহরলালকে
ভুলতে চেয়েছি জিন্নাকে।
স্ত্রী,সন্তান আর ধর্ম নির্বিশেষে
আমরা ভালোই আছি।
পুরোনো কথা মনে রেখে কী লাভ বলো?
সেইতো রক্ত , সেইতো ক্ষমতার লোভ
পুরোনো কথা তুলে আর কী লাভ?
তার চেয়ে বরং এই থাক -
তুমি আমার পুরোনো ভূখন্ড,
আমার প্রেম ।
এসো আমরা খুনের ইতিহাস ছেড়ে
রবী নদীর তীরে আমাদের দুজনের চলা
রোমন্থন করি।