মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

অরুণ কুমার সরকার


অরুণ কুমার সরকার

ঘটুক প্রলয়

বড় ঘেন্না ধরে গেছে সমাজটায়
পদে পদে লোভ ব্যভিচার জালিয়াতি ঘুষখোর ঠগবাজ
গিজগিজ করছে চারিদিক
হিংসা আর বিদ্বেষের সমাজে অপ্রতুল সুবাতাস
ন্যায় নীতি উবে গেছে কর্পূরের মতো
কলুষিত সমাজের বুকে অন্তহীন নোংরা আবর্জনা
সৃষ্টিদাতা অলক্ষ্যে ফেলে বুঝি অশ্রুজল
ভাই ভাইয়ের জন্য শানায় অস্ত্র
বিকৃত কামুক ঝাপিয়ে পড়ে নিষ্পাপ শিশুর উপর।

ঘটুক প্রলয়, আসুক হড়পা বান
ক্ষণিকে ধুয়ে মুছে সাফ হোক সবকিছু
ভাসিয়ে নিক খড়কুটোর মতো সাগরের বুকে যত জমে আছে নোংরা আবর্জনা
নয়তো রিক্টারস্কেলের উঁচু মাত্রায় কেঁপে উঠুক পৃথিবীর বুক
ভেঙে গুঁড়িয়ে যাক সবকিছু
মাটির গভীরে চাপা পড়ুক কলুষ সমাজ
তারপর, উঠুক নতুন সূর্য নতুন সৃষ্টি
যা কখনও অতীতকে করবে না স্পর্শ
বৃষ্টিভেজা মাটির বুকে উঠুক সবুজের বান
শিরায় শিরায় জাগুক সম্প্রীতির সুর কঠিন হোক প্রেম বন্ধন
প্রশস্ত হোক আগামীর পথ....