সায়নী ব্যানার্জী
বাড়াও হাত
যতন করে সূক্ষ্ম সুতোয়
পৃথক দুইয়ের এক বাঁধন,
বৈপরীত্য মতের ভারে
গর্জে ওঠে আন্দোলন।
ভাবনার ভাঁজে বিরোধ আসে,
মনন চায়না যুদ্ধ হোক-
কারণ জানেনা মানুষ নিজেই
শহরের কেন মনের রোগ।
এক ঘরে আজ বসত করে
শান্তি,স্নেহ,হিংসা, দ্বেষ-
হাত বাড়িয়ে একটু দেখো,
সহজ হবে পথের ক্লেশ।
সূক্ষ্ম বাঁধন অভিমানী খুব,
আগলে রাখার মানুষ খোঁজে-
বিরোধ, বিবাদ
বিয়োগ করে
ধর্ম কেবল একতা বোঝে।
পৃথক বোঝার বাড়ছে বোঝা,
আঙ্গুল ধরুক পরের হাত-
দীর্ঘ পথের জীবনগতি
ভরসা পাক দুইয়ের কাঁধ।