মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

লিপি সেনগুপ্ত


লিপি সেনগুপ্ত

একটা দেওয়াল দরকারি

এখনই একটা জোয়ার আসবে,ভাসবে...
তার আগে সকলে উঁচু কোন ডাঙা দেখে উঠে গেলে হয় না?
রহমত চাচার কথামতো সকলে উঁচু পাড়ে গিয়ে দাঁড়িয়েছি।
গোপাল, জবা, ময়না, কেষ্ট, গিয়াসুদ্দিন, ফতেমা.....ঘেষাঘেষি!

আরে তোরা এখনও যাস নাই!বান আসতাসে!
যাব না।কি করবে?
কেন রে বাপ্, রাগ করিস? জল উঠসে যে!চল ভাই...
ভাসাইয়া দিবার আগে, তাড়াতাড়ি একখান দেওয়াল করে নিলে আর ভাবনা কি?

কোথায় গো,সাবিরের মা—
শুকনো ডালপালা  জ্বেলে যা হোক কিছু করো।
কিছু পেটে দিই ,কিছু রেখে দিই
আমাদের পোলাপানগুলার লাইগ্যা!

আয়! কেষ্ট, ময়না, ফতেমা....খেতে আয়....

সাবিরের মা খেতে ডাকে!