শ্রীপর্ণা
গঙ্গোপাধ্যায়
আলো
সন্ধ্যা নামছে। পাখির
ডানায় ঘরে ফেরার গান।
দিগন্তে সূর্য
অস্ত যায়। আজানের সুর আকুলভাবে
আছড়ে পড়ে বলে ,তুমিও যার জন্য
প্রদীপ জ্বাললে
আমিও তো তাকেই ডাকছি।
মাঝখানে ভাঙনের
অস্ত্রগুলো কারা যেন রেখে গেছে;
রক্তপাত হচ্ছে
মানুষের। চলো তাদের উপড়ে ফেলে দিই।
নাহলে হাতে হাত রাখতে
পারবো না।
আমি অস্ত্রশস্ত্র
উপড়ে ফেলার আগেই দেখি
সেই অস্ত্রের ওপর
দিয়ে হাতে হাত রেখে
খিলখিল করে হাসতে
হাসতে ঘরে ফিরছে
আমার মেয়ে তার বন্ধু
শিউলি, রোশনারা
ও রেবেকা।
ধর্ম , রাষ্ট্র ,সমাজ ,সম্প্রদায় যতবারই
ভালোবাসার দুই হাতের
মাঝে অস্ত্র রেখে
রক্তপাত ডাকে ততবারই ভালোবাসা বন্ধুর
হাতে হাত রেখে অস্ত্রের ওপর দিয়ে
ভাঙনের ওপর দিয়ে দৃঢ় পায়ে
হেঁটে ঘরে ফেরে।
সেখানে প্রদীপের আলোটিকে ঘিরে
কাঁপতে থাকে উদাস
আজানের সুর।
তারা ভালোবাসার
কাছে প্রণত হয়।